বাংলাদেশ নির্বাচন কমিশন
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
শাহজাদপুর, সিরাজগঞ্জ
নতুন ভোটারের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি
১। আবেদন ফরম (ফরম-২) অনলাইনে সঠীকভাবে পূরণ করতে হবে।
২। পিএসসি/জেএসসি/জেডিসি/এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি। (যদি থাকে)
৩। পাসপোর্ট/ভিসার ফটোকপি (যদি থাকে)।
৪। online জন্ম নিবন্ধনের কপি। (ভেরিফাইড কপিসহ)
৫। পিতা-মাতার এনআইডি কার্ডের কপি।
৬। স্বামী/স্ত্রীর (বিবাহিতদের ক্ষেত্রে) এনআইডি কার্ডের কপি।
৭। পিতা/মাতা/স্বামী/স্ত্রী মৃত হলে মৃত্যু সনদের Online নিবন্ধন কপি। (এনআইডি কপি থাকলে প্রযোজ্য নয়)
৮। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র। (বিবাহিত হলে স্বামী স্ত্রীর নাম উল্লেখ করতে হবে)।
৯। বাড়ীর বিদ্যুৎ বিল/পৌরকর/ইউপি ট্যাক্স প্রদানের কপি।
১০। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট
ফরম-২ এর অপর পৃষ্ঠায়
১৩। ৩৪ নং ক্রমিকে শনাক্তকারী হিসেবে পিতা/মাতা/স্বামী/স্ত্রীর NID নম্বর এবং ৩৫ নং ক্রমিকে তার স্বাক্ষর।
১৪। ৪০ নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/ওয়ার্ড সদস্যের নাম
১৫। ৪১ নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/ওয়ার্ড সদস্যদের NID নম্বর।
১৬। ৪২ নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/ওয়ার্ড সদস্যের স্বাক্ষর ও সীল।
কর্তৃপক্ষের স্বাক্ষর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস